আজ আপনাদের জন্য ফেসবুক মার্কেটিং এর ৫ টি কার্যকরী টিপস থাকছে এই পোস্টে।
by Junayed Hasan

12th September 2024
image not found

আজ আপনাদের জন্য ফেসবুক মার্কেটিং এর ৫ টি কার্যকরী টিপস থাকছে এই পোস্টে।

  1. ফেসবুক মার্কেটিং এ অর্গানিক ও পেইড, দুই পদ্ধতিরই রয়েছে সমান গুরুত্ব। নিয়মিত বিরতিতে পেইড এড রান করুন। এতে অধিক সংখ্যক ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিতে পারবেন
  2. আপনার বিজনেসের পণ্য গুলোকে নিয়মিতভাবে সঠিক ক্রেতাদের কাছে তুলে ধরতে প্রতিদিন নির্ধারিত সময়ে নিয়মিত পোস্ট করুট্রেন্ডের সাথে তাল মিলিয়ে ফেসবুক রিলসের সাহায্যে দ্রুত জনপ্রিয় করে তুলতে পারবেন আপনার পেইজকেপ্রতিটি পোস্ট বা ভিডিও তে অবশ্যই আকর্ষণীয় ভিজ্যুয়ালের ব্যবহার নিশ্চিত করুন।পেইজের পাশাপাশি একটি গ্রুপ খুলুন ও সেখানে মেম্বার বাড়াতে নিয়মিত আপডেট শেয়ার করুন।

এই পদ্ধতিগুলো নিয়মিত ফলো করলে অবশ্যই আপনার ফেইসবুক বিজনেসে পেইজে ভাল ফলাফল পাবেন।

Leave a Comment

Comments

Junayed Hasan

ফেইসবুক বিজনেসে পেইজে ভাল ফলাফল পাবেন।

4:57 AM, 18th Sep 24
logo image
  • L.R Bhaban
  • 1/2 Outer Circular Road,

    Dhaka

  • +8801957300900
  • +support@abclit.com

Copyright © ABCLIT 2024