Gig marketing
by Mr. Fuad Hasan Farabi

2nd June 2022
image not found

ফাইভার গিগের মার্কেটিং করা খুবই জরুরি। কারণ ফাইভার গুগলের মতো ট্রাফিক দেয় না। ফাইভারে গিগের ট্রাফিক ফাইভারই নিয়ন্ত্রণ করে। তাই কেবল ফাইভারে গিগ দিয়ে সেল পাওয়ার আশায় থাকলে শুধু ভাগ্যের উপর নির্ভর করে থাকতে হবে। হ্যা অনেকেই কোন প্রকার মার্কেটিং না করেও বেশ ভাল পরিমান সেল পায়। তবে তা নেহাতই ভাগ্য। হ্যা ভাগ্যই বলব আমি। কারণ অনেকেই গিগে খুব ভালো ডেসক্রিপশন ভাল ভিডিও দিয়েও সেল পায় না। যেটা গুগলে সম্ভব। তাই যারা কোন মার্কেটিং ছাড়াই ভালো পরিমান সেল পায় তারা ভাগ্যের জোরেই পায়।

কিন্তু আপনি যদি নিজের ভাগ্য নিজে গড়তে চান, তাহলে গিগের মার্কেটিং করা খুবই জরুরি এবং আবশ্যক।

যদি আপনার নামে একটি ওয়েবসাইট থাকে তাহলে সহজেই আপনার গিগ জনপ্রিয় করতে পারবেন । ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে জনপ্রিয় করবেন, সে সমস্ত ভিডিও আপনি অনলাইনে পাবেন । আমি আমার গিগ সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে মার্কেটিং করেছি ।সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল-

১. লিঙ্কডিনঃ

-----

গিগ মার্কেটিং এর জন্য একটি অন্যতম বিশাল মাধ্যম হলো লিঙ্কডিন। এখানে সকল ধরণের প্রোফেশনাল ব্যক্তিদের পাবেন। এই সোস্যাল মিডিয়া এর মাধ্যমে আপনি টার্গেটেড কানেকশন বৃদ্ধি করেন। তারপর আপনার নিয়মিত সার্ভিস সম্পর্কিত বিভিন্ন পোষ্ট করুন। মাঝে মাঝে আপনার ওয়েবসাইটের গিগের পেইজটি পোষ্ট করুন। কখনো একটি গিগের ছবির সাথে লিঙ্ক দিয়ে, কখনো সরাসরি গিগ পেইজের লিঙ্ক দিয়ে আবার কখনো সরাসরি ফাইভারের গিগের লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে পারেন। লিঙ্কডিনে মার্কেটিং এর ক্ষেত্রে টার্গেটেড ব্যাক্তিদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। ভালো সম্পর্ক কিছুদিন আগে হোক বা পরে হোক আপনাকে গিগ সেল হতে সাহায্য করবে।

২. টুইটারঃ

----

টুইটার আপনার ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য আরেকটি গুত্বপূর্ন সোশ্যাল মিডিয়া হলো । টুইটারে কাজ সম্পর্কিত ট্যাগ ব্যবহার করে টুইট করে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসুন। আপনার সার্ভিস অনুযায়ী ব্যক্তিদের টার্গেট করে ফলো করুন এবং ফলোয়ার বানান। তারপর টুইটারে মার্কেটিং করুন।

৩. ওয়ারিয়র ফোরাম

----

মার্কেটারদের গিগ বিক্রয় করার জন্য ওয়ারিয়র ফোরাম একটি বড় সোর্স। এখানে অনেক মার্কেটাররা থাকে। আপনি বিভিন্ন মার্কেটারের ছোট ছোট কাজ করে দিতে পারেন। যেমনঃ ল্যান্ডিং পেইজ তৈরি, ইমেল টেম্পলেট তৈরি, ফেসবুক পেইজ তৈরি, সোশ্যাল একাউন্ট তৈরি, ইমেল ক্যাম্পেইন তৈরি ইত্যাদি। যেহেতু তারা বড় মার্কেটার তাই তারা বিভিন্ন ছোট কাজগুলো অন্যদের দিয়ে করিয়ে নেয়। তাই আপনিও চাইলে এখানে আপনার মার্কেটিং গিগ গুলো প্রচার করে গিগ বিক্রয় করতে পারেন। এই জন্য অন্যান্য মার্কেটারের পোষ্টে কমেন্ট করুন তাদের সাথে সম্পর্ক তৈরি করুন। ওয়ারিয়র ফোরামে কাজ করত এহলে প্রথমে এর নিয়ম কানুন জেনে নিন। খুবিই গুরুত্ব।

৪. Quora

--

আপনার ওয়েবসাইটে ভিজিটর পাওয়ার জন্য একটি বড় সোর্স হল Quora. এই ওয়েবসাইটে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর দেওয়ার মাধ্যমে প্রচুর পরিমান ভিজিটর তৈরি করতে পারেন। আর সেই ভিজিটর আপনার ওয়েবসাইটে পাঠান। ভিজিটর আপনার ওয়েবসাইট থেকে আপনার গিগে যাবে এবং প্রয়োজনীয় গিগটি কিনে নিবে। মার্কেটিং করতে আলসেমি করবেন না। যত বেশী কাজ কবেন তত সফতা বেশী।

৫. ফেসবুক গ্রুপ

-------

ফেসবুক গ্রুপ গিগ সেল করারও একটি গুরুত্বপূর্ন মাধ্যম। আপনার গিগ সেল করার জন্য আপনার সার্ভিস অনুযায়ী গ্রুপ গুলোতে জয়েন করুন। এবং আপনার গিগ শেয়ার করুন । যেমনঃ আপনি যদি ব্যবসায়িক কার্ড বা লোগো ডিজাইন বিক্রয় করতে চান তাহলে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন গ্রুপ এবং ব্যবসায়িক গ্রুপ গুলোতে জয়েন করুন। গ্রুপে ভালো সম্পর্ক তৈরি করে আপনার ওয়েবসাইটের পোর্টফলিও পেইজে ভিজিটর আনার চেষ্টা করুন। বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনারদের আপানর ওয়েবসাইটে নিয়ে আসতে পারলে তারা তাদের সহযোগী হিসেবে আপনার গিগ অর্ডার করবে, আবার ব্যবসায়িদের আপনার ওয়েবসাইটে নিয়ে আসলে তারা ব্যবসায়িক কার্ড বা লোগোর জন্য গিগ অর্ডার করবে।

৬. ইউটিউব ভিডিও

-------

আপনার সকল সার্ভিস গুলো এর সংক্ষিপ্ত বর্ণনা, মূল্য, কাজের স্যাম্পল সহ একটু ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করুন, কারন মানুষ লেখা পড়ার চেয়ে ভিডিও দেখতে বেশী পছন্দ করে তাই সুন্দর করে একটি ভিডিও তৈরী করে ফেলুন তবে ভিডিও টি যদি আপনার নিজের ভিডিও মানে আপনার চেহার যাতে দেখা যায় এবং আপনার চেহারাতে যেন বোঝা জায় যে আপনি একজিন প্রফেশন ফ্রিল্যান্সার।এব দেখা মাত্রই যেনো সহজেই আপনার সার্ভিস সম্পর্কে ধারণা চলে আসে এবং এর পর নির্দিষ্ট কী-ওয়ার্ড টার্গেট করে ভিডিওটি র‍্যাঙ্ক করার চেষ্টা করুন।

---------

কেউ যদি ওয়েবসাইট ছাড়া সরাসরি গিগ বা ফাইবার প্রোফাইলএর মাধ্যমে গিগ মার্কেটিং করতে চান সেটাও করতে পারেন। তখন উপরে উল্লেখিত সোস্যাল মিডিয়া সাইট গুলোতে আপনার গিগ সরাসরি সেল করতে পারেন। তবে আবারও বলছি ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করলে পোর্টফলিও এবং প্রোফেশনালিজম দেখানোর মাধ্যমে অনেক টার্গেটেড ক্লায়েন্ট পাওয়া যায়।

--------

মনে রাখবেন, আপনি যতবেশি মার্কেটিং করতে পারবেন আপনার গিগ ততো বেশী সেল হওয়ার সম্ভবনা বাড়তে থোকবে।

ধন্যবাদ।

Leave a Comment

Comments

MD sharif Hossain

Thabnk you

12:57 PM, 6th Oct 24

Samiya akter sonali

So attractive information. Lot of Thanks.

4:20 AM, 29th Sep 24

Erin Alam Esha

Very good information. Thanks.

1:45 AM, 28th Sep 24
logo image
  • L.R Bhaban
  • 1/2 Outer Circular Road,

    Dhaka

  • +8801957300900
  • +support@abclit.com

Copyright © ABCLIT 2024