Fiverr New Update August 2023
by Abdur Rahman

6th August 2023
image not found

Reviews for Cancelled orders আজ থেকে শুরু হতে যাচ্ছে।

 

- মার্কেটপ্লেসে নতুন এসেছে (একটিও কাজ করায়নি) এমন বায়ার রিভিউ দিতে পারবে না। যে সকল বায়ার আগে কাজ করিয়েছে ফাইভারে, তারা রিভিউ দিতে পারবে।

- বায়ার যদি ফাইভারের একজন সেলার হন, সেক্ষেত্রে তিনি রিভিউ দিতে পারবেনা।

- কোনো বায়ার যদি চার্জ ব্যাক করার কারনে অর্ডার ক্যান্সেল হয়, তাহলে রিভিউ দিতে পারবে না।

- সেলার যদি রেস্পন্স না করে, ডেলিভারি টাইম পার হয়ে লেট স্ট্যাটাসে যায় এবং একারনে যদি বায়ার অর্ডার ক্যান্সেল করে তবে রিভিউ দিতে পারবে।

** যদি কোনো বায়ার রিভিউ দেয়, সেখানে সেলার বায়ারকে কোনো রেটিং দিতে পারবে না। কিন্তু সেলার বায়ারের রিভিওতে রিপ্লাইয়ে বিস্তারিত অভিজ্ঞতা তুলে ধরে আত্মপক্ষ সমর্থন করতে পারবে।

Leave a Comment

Comments

MD.KAMRUL

Thanks sir

3:21 PM, 30th Apr 24
logo image
  • L.R Bhaban
  • 1/2 Outer Circular Road,

    Dhaka

  • +8801957300900
  • +support@abclit.com

Copyright © ABCLIT 2024