একটি এক্সপায়ার ডোমেইন নিতে বেসিক কি কি দেখতে হয়?
by Junayed Hasan

4th August 2023
image not found

আমাদের লেভেল ২ এর প্রথম ক্লাসের টপিক হচ্ছে

ডোমেইন, ওয়েবসাইট ওভারভিউ-

আজকে একটা ব্যাপার খোলাসা করা যাক!!!

অনেকেই দেখবেন এক্সপায়ার ডোমেইন নিয়ে ব্লগিং বা এফিলিয়েশন শুরু করে থাকে কেউ জেনে নেয় আবার কেউ না জেনে বুঝেই এক্সপায়ার ডোমেইন নিয়ে সমস্যার সমুখীন হয়ে থাকে। আজকে আপনাদের ১০ টি পয়েন্ট বলবো যা দেখে আপনি এক্সপায়ার ডোমেইন সিলেক্ট করতে পারবেন ; 

১) এক্সপায়ার ডোমেইনটি স্প্যামি কিনা ? 

এইটা দেখতে হলে আপনাকে Archive.org থেকে ঐ ডোমেইনটি দেখে নিতে হবে। 

যা যা দেখবেন, 

১) Non-English language

২) Hacked content

৩) Keyword stuffing

৪) Duplicate content

৫) Porn/unsafe content

উপরে ৫টি কোন একটা যদি উপস্থিত থাকে তাহলে ঐ ডোমেইন নিয়ে না আগানোই ভালো। 

২) স্প্যাম লিংক আছে কিনা ?

আপনার এক্সপায়ার ডোমেইনটির ব্যাকলিংক প্রোফাইল চেক করতে semrush/Ahrefs দিয়ে চেক দিয়ে দেখতে পরনে স্প্যাম লিংক আছে কিনা ? যেভাবে বুঝবেন আপনার এক্সপায়ার ডোমেইনটি তে স্প্যাম লিংক আছে; 

Backlinks that are from “zero” authority sites

Backlinks that are completely irrelevant

Backlinks from Chinese or Russian sites

Backlinks with spammy anchor text profile 

যদি এমন কিছু থাকে তবে ঐ ডোমেইনটি না নেয়াই ভালো। 

৩) ব্রানডাবলিটি চেক করুন

আপনার এক্সপায়ার ডোমেইনটির ব্রানডাবল কিনা সেইটা চেক করে দেখুন। তবে ব্রানডাবল কিন্তু PBN ও প্রকার ৩০১ রি - ডাইরেক্ট করা আছে এমন হলে দূরে থাকুক ঐ ডোমেইন কিনা থেকে। 

৪) এডসেন্স ব্যানড কিনা চেক করুন 

এডসেন্স স্যান্ডবক্স https://ctrlq.org/sandbox/ থেকে চেক করুন এক্সপায়ার ডোমেইনটি এডসেন্স ব্যানড কিনা? যদি ব্যানড হয়ে থাকে তাহলে সেইটা নেয়া থেকে বিরত থাকুন। 

৫) ট্রাস্ট ফ্লো ও citation ফ্লো চেক করুন :

আপনি trust ফ্লো (TF) ও citation ফ্লো (CF) সহজেই mejestic টুলস দিয়ে চেক করতে পারবেন। ট্রাস্ট ফ্লো কমপক্ষে ২৫% থাকা জরুরি অন্যদিকে citation ফ্লো (১:৪) থাকতে হবে। ট্রাস্ট ফ্লো যদি অএঙ্ক কম হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে ঐ ডোমেইন এর স্প্যাম লিংক বেশি।  

৬) ফেসবুক ব্যান চেক করুন :

কিভাবে বুঝবেন ফেইসবুক ব্যানড কিনা ? আপনি আমার টাইমলাইন এ যেয়ে ঐ ডোমেইন এর লিংক দিয়ে দেখতে পারেন বা আপনার ফ্রেন্ড এর চ্যাটবক্স এ ডোমেইন লিংক তা দিয়ে দেখতে পারেন সেটি যায় কিনা ?

৭) ম্যানুয়াল অ্যাকশন আছে কিনা চেক করুন :

গুগল এর কোনো ম্যানুয়াল অ্যাকশন আছে কিনা আপনি সেইটা গুগল সার্চ কনসোল থেকে দেখতে পারবেন তবে এই চেক এর বিষয়টা ডোমেইন কিনার আগে কোনো ভাবেই বুঝা যায় না। 

৮) ট্রেন্ড মার্ক চেক করুন: 

ট্রেড মার্ক চেক করতে হলে আপনাকে এই লিংকে যেয়ে তা চেক করতে হবে; https://www.uspto.gov/trademarks/search ট্রেডমার্ক ফ্রি হলে নিতে পারবেন না হলে নেয়া যাবে না। 

৯) ডোমেইন ড্রপ নম্বর চেক করুন:

ডোমেইন ড্রপ নম্বর চেক করতে হলে আপনাকে এই লিংকে যেয়ে চেক করতে হবে; https://whois.domaintools.com/ ড্রপ যদি ৫ বারের বেশি হয় তবে আপনাকে এই ডোমেইন এর ক্ষেত্রে সতর্ক হয়ে যেতে হবে। 

কোন কোন জায়গা থেকে এক্সপায়ার ডোমেইন নিতে পারবেন; Freshdrop, DomCop ExpiredDomains

Leave a Comment

Comments

Md Sahid Islam

Hhhhh

1:00 PM, 18th Jul 24
logo image
  • L.R Bhaban
  • 1/2 Outer Circular Road, Dhaka
  • +8801957300900
  • +support@abclit.com

Copyright © ABCLIT 2024